Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কাবিটা
ক. সাধারণ তথ্য যেক্ষেত্রে প্রস্তাবকৃত এবং সম্পাদনকৃত কাযসমূহের মধ্যে অথবা ধারণাকৃত সময় এবং বাস্তবায়নের প্রকৃত সময়ের প্রার্থক্য থাকে, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদ অফিসে এর কারণ উল্লেখ করে বাস্তবায়ন কমিটিএকটি প্রতিবেদন দাখিল করবে ১.স্কিমের নাম চরশেরপুর ইউনিয়নের ৪টি ওয়ার্ডে কীটনাশক স্প্রে-মেশিন সরবরাহ ২.স্কিমের অবস্থান ২নং চরশেরপুর ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ড (সকল ওয়ার্ড) ৩.ক. স্কিমের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমান টাকা=১৬২৪৮৩/ ৩.খ. স্কিমের জন্য প্রাপ্ত অর্থের পরিমান টাকা=১৬২৪৮৩/ গ. ইউনিয়ন পরিষদ কর্তৃক অর্থের জন্য আবেদনের সময় প্রস্তাবিত মূল কাজের সংক্ষিপ্ত বর্ণনা: জনঅংশগ্রহন মূলক সভার মাধ্যমে। ঘ. প্রাপ্ত অর্থ দ্বারা বাস্তবায়িত কাজের সংক্ষিপ্ত বর্ণনা: কীটনাশক স্প্রে-মেশিন সরবরাহ ঙ. প্রস্তাবিত ও বাস্তবায়িত কাজের মধ্যে কোনো পার্তক্য আচে কিনা? থাকলে পার্থক্যের কারণ ব্যাখ্যা করুন: না। ৪.ক. স্কিম বাস্তবায়নের প্রকৃত সময়কাল মাস-জুন/২০১৩ খ. প্রস্তাব ও পরিকল্পনা অনুযায়ী স্কিম বাস্তবায়নের সময়কাল কি ছিল? মাস- গ. যদি প্রাক্কলনকালের সময় বাস্তবায়নকালের প্রকৃত সময়ের মধ্যে প্রার্থক্য থাকে, তার বর্ণনা করুন: প্রযোজ্য নয়। ৫. বাস্তবায়িত স্কিমের মানের বিষয়ে সভা/জরিপ করে গ্রহীত স্থানীয় জনসাধারণের মতমত: পুরোপুরি সন্তোষজনক সন্তোষজনক মোটামটি সন্তোষজনক সন্তোষজনক নয়